বৃহস্পতিবার , ০৪ ডিসেম্বর, ২০২৫ | ১৯ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশিত: ০৮:২৮ ৩ ডিসেম্বর ২০২৫
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল মোর নিউজে অবৈধ মেলা সংক্রান্ত সংবাদ প্রচারের পরই ব্যবস্থা নিয়েছে সাভার উপজেলা প্রশাসন। মঙ্গলবার রাতে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে ভেকু দিয়ে গেন্ডা এলাকার ইমু সাহেবের বালুর মাঠে অনুমতি ছাড়াই চালু হওয়া ‘লাল সবুজের অর্গানিক খাদ্য কৃষি শিল্প ও বাণিজ্য মেলা–২০২৫’-এর মূল ফটক ও সব স্টল গুঁড়িয়ে দেওয়া হয়।
এর আগে জেলা প্রশাসকের অনুমতি নিয়ে “অর্গানিক খাদ্য পণ্য, কৃষি পণ্য প্রদর্শনী ও শিল্প বাণিজ্য মেলা–২০২৫” নামে মেলাটি চালু হয়েছিল। কিন্তু নিয়মবহির্ভূত ও অবৈধ কার্যক্রমের অভিযোগে তা এক সপ্তাহের মাথায় বন্ধ করে দেয় জেলা প্রশাসন। পরে ‘নতুন একটি সংগঠনের’ পরিচয়ে কয়েকজন যুবক আংশিক নাম পরিবর্তন করে পুনরায় মেলা চালু করে।
স্থানীয় সূত্রে জানা যায়, অনুমতি না থাকা সত্ত্বেও সংগঠনের কিছু সদস্য বিভিন্ন অজুহাতে মেলাটি পরিচালনা করে যাচ্ছিলেন, যার পেছনে স্থানীয় একটি প্রভাবশালী রাজনৈতিক মহলের সহায়তা রয়েছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে সামনে বার্ষিক পরীক্ষা শুরু হওয়ায় অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসী মেলার উচ্চ শব্দ, ভিড়, যানজট ও অনিয়ন্ত্রিত পরিবেশ শিক্ষার্থীদের পড়াশোনায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করবে বলে আশঙ্কা প্রকাশ করেন।
প্রশাসনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, অনুমতি ছাড়া কোনো মেলা সম্পূর্ণ অবৈধ এবং অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।
মোর নিউজে সংবাদ প্রকাশের পরে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। রাতেই ভেকু দিয়ে মেলার সব স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং পুরো মাঠ খালি করে ফেলা হয়।
স্থানীয়রা প্রশাসনের এই দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন—এতে পরীক্ষার্থীসহ সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং অনিয়ন্ত্রিত কার্যক্রমের পুনরাবৃত্তি রোধ হবে।
