শনিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৫ | ২৯ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৩:৩৫ ১৩ সেপ্টেম্বর ২০২৫
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদ্য বিলুপ্ত কমিটির খোকসা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মো.জিহাদ শাহারিয়ার সুমনের বিরুদ্ধে একাধিক নারীর সাথে পরকীয়ার অভিযোগ তুলেছেন তার স্ত্রী মোছাঃ রিমা খাতুন। ৫ বছরের সংসারে দীর্ঘদিন ধরে পরকীয়ায় আসক্ত জিহাদ এমন অভিযোগ ক্ষোদ তার স্ত্রী রিমা খাতুনের। অভিযোগ উঠেছে সমন্বয়ক ও ভাতার টাকা পাওয়ার পরে পরকীয়ার নেশা বেড়েছে দিগুণ।
সঠিক বিচারের আশায় সম্প্রতি গেল আগষ্টের ২৪ তারিখে খোকসায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রিমা খাতুন । তবে অভিযোগ হাতে পাননি দাবি ওসির।
মো.জিহাদ শাহারিয়ার (সুমন) খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের গোসাইডাঙ্গী গ্রামের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.আক্কস আলী মল্লিকের ছেলে। স্ত্রী রিমা খাতুন একই ইউনিয়নের বৌরাগীপাড়ার মো.জালাল বিশ্বাসের মেয়ে।
রিমা খাতুন বলেন, বিয়ের পর থেকেই জিহাদ বিভিন্ন মেয়েদের সাথে মেলামেশা করে। নানান প্রলোভন দেখিয়ে তাদের সাথে ফিজিক্যাল সম্পর্ক গড়ে তোলে। নিষেধ করলে মারধর করে এবং ভয়ভীতি দেখায়। ১৫ দিন আগে মৌখিক ভাবে তালাক দেয় জিহাদ। আমি সুষ্ঠু বিচারের আশায় থানা ও ইউএনও অফিসে অভিযোগ দিয়েছি।
রিমার বাবা জালাল বিশ্বাস জানান, জামাই হুজুর মানুষ কারিআনা শিক্ষক ৫ বছর আগে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। বিভিন্ন সময়ে আমার মেয়ের উপর নির্যাতন করে জামাই জিহাদ। একজন হুজুর মানুষের এমন চরিত্র আগে জানা ছিলো না। আমরা গরিব মানুষ সঠিক বিচারের দাবিতে প্রশাসনের দারস্থ হয়েছি। সঠিক বিচার চাই।
সরেজমিনে অভিযুক্ত জিহাদের বাড়িতে গেলে তাকে পাওয়া যাইনি। দীর্ঘ সময় অপেক্ষার করেও তাকে না পাওয়া গেলে কথা হয় জিহাদের মা হাছিনা খাতুনের সাথে। তিনি বলেন, ১৫ দিন আগে রিমা খাতুন (বৌমা) বাবার বাড়িতে গেছে। তারা যদি থানায় অভিযোগ দিয়ে থাকে তাহলে আর কি করার। আমরা বৌমা নিতে চাই। তবে ছেলের বিরুদ্ধে উঠা অভিযোগ সব অস্বীকার করেন জিহাদের মা হাছিনা খাতুন।
এবিষয়ে অভিযুক্ত মো.জিহাদ শাহারিয়ার সুমনের মুটোফোনে যোগাযোগ করলে তিনি বলেন,
আমাকে আমার রাজনৈতিক প্রতিপক্ষ ট্যাপে ফেলানোর জন্য আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। একাধিক নারীর সাথে পরকীয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন দু-একজন নারীর সাথে তার সম্পর্ক আছে মাঝেমধ্যে ফোনে কথাবার্তা হয় এতোটুকুই।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন বলেন, বিভিন্ন নারীদের সাথে পরকীয়ায় আসক্ত মো.জিহাদ শাহারিয়ার সুমন নামে একজনের বিরুদ্ধে তার স্ত্রীর অভিযোগ করেছেন। খুব দ্রুতই বিষয়টি খতিয়ে দেখা হবে।
বিজ্ঞাপন