ভারতে টানা পাঁচ বছর এক কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ৪৪!

ভারতে টানা পাঁচ বছর এক কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ৪৪!

ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ১০:৫৪ ১৫ জানুয়ারী ২০২৫

ভুক্তভোগী কিশোরী, যিনি খেলাধুলায় অংশগ্রহণ করতেন, পুলিশের কাছে জানান যে গত পাঁচ বছরে ৬২ জন তাকে যৌন নির্যাতন করেছেন। পুলিশের তদন্তে, ৫৮ জনকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়েছে, এর মধ্যে ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অপরাধীদের মধ্যে চারজন নাবালকও রয়েছে। এই ঘটনায় পুলিশ তদন্ত করছে এবং অভিযোগের পেছনে কীভাবে এই ঘটনা ঘটেছে তা এখনও পরিষ্কার হয়নি। ভুক্তভোগী কিশোরী বলেন, প্রথমবার ধর্ষণের শিকার হওয়ার পর, প্রতিবেশীদের সহায়তায় ১৩ বছর বয়স থেকে তাকে এ নির্যাতনের শিকার হতে হয়েছে।

এ ঘটনার তদন্তে নেমে, ১৪ জন বাকী অভিযুক্তকেও গ্রেপ্তার করা হবে বলে পুলিশ জানিয়েছে। ভারতের বিভিন্ন স্থানে এ ধরনের ধর্ষণের ঘটনা ঘটে চলেছে, এবং এমন ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
 

বিজ্ঞাপন