শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৬:৩৪ ২৩ সেপ্টেম্বর ২০২৪
ঢাকা জেলা উত্তর শাখা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি সাইদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। রোববার বিকেলে নিজ বাসা থেকে তিনি গ্রেপ্তার হন। পরে সাভার মডেল থানায় দায়েরকৃত হত্যা মামলায় তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
গ্রেপ্তারকৃত সাইদুলের পরিবার জানায়, চলতি বছরের মার্চ মাসে কমিটি বিলুপ্ত হওয়ার পর থেকে তিনি রাজনীতি থেকে একেবারেই সরে যান। ছাত্র আন্দোলন চলাকালীন সময়েও দলীয় কোন কর্মসূচিতে তিনি অংশ নেননি। তাই আওয়ামী লীগ সরকারের পতনের পর সব নেতারা সাভার ছেড়ে পালিয়ে গেলেও তিনি বাসাতেই অবস্থান করছিলেন।
তবে পুলিশের সূত্র জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তার নামে থানায় মামলা নথিভুক্ত হয়েছে। মামলার অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানা গেছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, শিক্ষার্থী হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হবে।
বিজ্ঞাপন