শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৬:৫৩ ১৭ আগস্ট ২০২৪
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আতহার নূর কায়েফ (১৭) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) সকাল ৭টায় কলাতলী বিচ থেকে তার মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা।
মৃত কায়েফ উখিয়া বালুখালী এলাকার বশির আহমেদের ছেলে। সে কক্সবাজার ডিসি কলেজের এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিল।
পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত বিচ কর্মী শফিউল করিম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে জোয়ারের পানির সঙ্গে কায়েফের মরদেহটি ভেসে আসে। পরে স্থানীয়দের সহযোগিতায় সেটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক অফিসার ডা. আশিকুর রহমান বলেন, সৈকত থেকে উদ্ধার হওয়া এক কলেজছাত্রের মরদেহ হাসপাতালে আনা হয়েছিল। ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন