পার্ক মোড় নাম পাল্টে ‌‘শহীদ আবু সাঈদ চত্বর’ করলেন রংপুরের শিক্ষার্থীরা

পার্ক মোড় নাম পাল্টে ‌‘শহীদ আবু সাঈদ চত্বর’ করলেন রংপুরের শিক্ষার্থীরা

মোরনিউজ ডেস্ক
মোরনিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:২৬ ১৭ জুলাই ২০২৪

পুলিশের গুলিতে নিহত কোটা সংস্কার আন্দোলনের সমন্বয় কমিটির সদস্য ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের স্মরণে রংপুর পার্ক মোড়ের নাম পরিবর্তন করে শহীদ আবু সাঈদ চত্বর নামকরণ করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

 


বর্তমানে গুগল ম্যাপের পার্ক মোড়ের জায়গায় শহীদ আবু সাঈদ চত্বর নাম দেখা যাচ্ছে এবং গণমাধ্যমে এ নিয়ে সংবাদও হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং ছাত্রলীগের সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় আবু সাঈদকে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাঈদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১২ তম ব্যাচের ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্র। তার বাবা মকবুল হোসেন আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী। ৯ ভাই বোনের মধ্যে ছোট ছিলেন সাইদ।

বিজ্ঞাপন