সোমবার , ০৮ সেপ্টেম্বর, ২০২৫ | ২৪ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪১ ৭ সেপ্টেম্বর ২০২৫
টাঙ্গাইলে কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি ও বীরউত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকীর বাসায় রাতভর হামলা চালানো হয়েছে। রোববার রাত ১টার দিকে শহরের জেলা সদর সড়কে তার ‘সোনার বাংলা’ আবাসে ১০-১৫ জন হামলাকারী ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়।
বাসার কেয়ারটেকার রাজু মিয়া জানান, “স্যার দ্বিতীয় তলায় বিশ্রাম করছিলেন। হামলাকারীরা গেট টপকে ভিতরে প্রবেশ করে দুটি গাড়ি ভাঙচুর করে এবং বেশ কিছু জানালার কাঁচ ভেঙে ফেলে। আশেপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়।”
এর আগে শনিবার সখীপুর উপজেলার খান মার্কেটে দলের বর্ধিত সভায় বক্তব্যের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কাদের সিদ্দিকী। পরে তাকে বাসায় আনা হলে চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করেন এবং সুস্থ আছেন বলে নিশ্চিত করেন।
সদর থানার ওসি তানভির আহমেদ জানিয়েছেন, “হামলার ঘটনা তদন্তাধীন। দ্রুতই জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
বিজ্ঞাপন