শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০১:৪৫ ১৫ নভেম্বর ২০২৪
পঞ্চগড় জেলা বোদা থানায় ০২ টি চোরাই মোটর সাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের ০৩জন সদস্যকে গ্রেফতার পুলিশ। গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয়।
বোদা থানা পুলিশ সুত্র জানান, এস আই ( নি:)/ মো: বদিউজ্জামান, এস আই / তপন কুমার রায়, এএসআই সাজেদুর রহমান, আবু বক্কর সিদ্দিক, মতিয়ার রহমান, কং / পল্লব ঘোষ, আবদুল মকিম গোপন সংবাদের ভিত্তিতে আন্তজেলা মোটর সাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য ১। ইসমাইল হোসেন (৩০), ২। মো: আ: রাজ্জাক (৩৮), উভয়ের পিতা-নবাব আলী, ৩। ইমরান হোসেন(১৯), পিতা-রাজু আহমেদ, সাং-বালাপাড়া, ডাকঘর -পামুলী, থানা-দেবীগঞ্জ, জেলা-পঞ্চগড়গণকে বোদা থানাধীন পাঁচপীর ইউপির রামগোবিন্দ হিসাবিয়া গ্রামের ইদগাহ মাঠের পাশে কাঁচা রাস্তার উপর থেকে গ্রেফতার করি। আসামীদের হেফাজত হইতে একটি Apache RTR 150 CC ও একটি Pulsar 150 CC মোটর সাইকেল জব্দ তালিকা মূলে উদ্ধার করি। গ্রেফতারকৃত আসামী ও মোটর সাইকেল সহ থানায় হাজির হইলে বাদীর এজাহারের ভিত্তিতে থানায় নিয়মিত মামলা রুজু হয়।
বিজ্ঞাপন