কুড়িগ্রামের উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালিত

কুড়িগ্রামের উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালিত

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম:
জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম:

প্রকাশিত: ১১:০৪ ১৩ নভেম্বর ২০২৪

কুড়িগ্রামের উলিপুরে  পালিত হয়েছে ঐতিহাসিক হাতিয়া গণহত্যা দিবস। দিবসটি উপলক্ষে বুধবার (১৩ নভেম্বর) সকাল ৮ টায় উপজেলার হাতিয়া ইউনিয়নের পুরাতন অনন্তপুর বাজারে  হাতিয়া গণহত্যা দিবস পালন কমিটির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল উলিপুর উপজেলা শাখার আহবায়ক আফতাব উদ্দিন মন্ডলের সভাপতিত্বে   শহিদ মিনারে পুস্পার্ঘ্য অর্পণ করা হয় পরে আলোচনসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও কুড়িগ্রাম জেলা শাখার  আহবায়ক সাবেক  সংসদ সদস্য  বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো: নুরুজ্জামান, চিলমারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম সরকার প্রমুখ।

উলেখ্য হাতিয়া ইউনিয়নে মহান মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনী ও তাদের দোসররা ১৯৭১ সালের ১৩ নভেম্বর ভোরবেলা নিরীহ ৬৯৭জন মানুষকে নির্মম ভাবে হত্যা করে। এরপর থেকে স্থানীয়ভাবে হাতিয়া দিবস হিসেবে এই দিনটি পালন করা হয়।

বিজ্ঞাপন