শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০১:১০ ১২ নভেম্বর ২০২৪
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট সেতুর কাজ দ্রুত সম্পন্ন করণ, সোনাহাট স্থলবন্দর দিয়ে ইমিগ্রেশন চালু ও স্থলবন্দরে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য পরিশোধের দাবীতে মানব বন্ধন করেছে বৈষম্য বিরোধি এলাকাবাসী।
মঙ্গলবার দুপুরে সোনাহাট সেতু এলাকায় স্থলবন্দর সড়কে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন , বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সোনাহাট স্থলবন্দর সিএন্ডএফ এ্যাজেন্ড এ্যাসেসিয়েশনের আহ্বায়ক আকমল হোসেন, সাবেক ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই মাষ্টার প্রমূখ।
মানববন্ধনে গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীসহ তিনশতাধিক এলাকাবাসী অংশ গ্রহণ করেন।
মানববন্ধন শেষে স্থলবন্দর সড়কে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন