শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩১ ৯ নভেম্বর ২০২৪
রাজারহাট রেলওয়ে স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রা বিরতি ও টিকেট বরাদ্দের দাবিতে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস অবরোধ করেছে রাজারহাট উপজেলাবাসী ।
কুড়িগ্রামের রাজারহাটে সম্মিলিত ছাত্র জনতার ব্যানারের আয়োজনে শনিবার সকাল ৮টা ২০ মিনিটে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রাজারহাট রেলওয়ে স্টেশনে প্রায় সাড়ে তিনঘণ্টা আটকিয়ে রাখেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। পরে রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জেলা প্রশাসক এবং সেনাবাহিনীর মধ্যস্থতায় অবরোধ কর্মসূচির সমাপ্তি করেন তারা।
এসময় আগামী একমাসের মধ্যে টিকেট সহ যাত্রা বিরতির প্রস্তাবের আশ্বস্ত প্রদান করা হয় ।
এতে বক্তব্য রাখেন, রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ,সদস্য একেএম মোস্তফা জামান লেলিন,রাজারহাট উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল কুদ্দুস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরিফুল ইসলাম প্রমুখ।
রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ বলেন, আগেও আমরা একই দাবিতে ট্রেন অবরোধ করেছিলাম। তখন জেলা প্রশাসক,সেনা কর্মকর্তা এবং রেলওয়ে কর্তৃপক্ষ সাতদিনের মধ্যে যাত্রাবিরতির আশ্বাস দিলে কর্মসূচী প্রত্যাহার করা হয়। তবে আজ অবধি রেলওয়ে কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি ফলে আমরা আবারও কর্মসূচী দিতে হয়েছে।আশা করি সংশ্লিষ্ট কতৃপক্ষ আমাদের দাবী মেনে নেবে।
বিজ্ঞাপন