শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১০ ৩ অক্টোবর ২০২৪
আসন্ন শারদী দুর্গা পুজা উপলক্ষ্যে পঞ্চগড় জেলা পুলিশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টবর) দুপুর ১২.৩০ টায় পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন - শারদী দুর্গা পূজা-২০২৪ উদযাপন করার লক্ষ্যে পঞ্চগড় জেলা পুলিশ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
মতবিনিময় সভায় পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রংপুর রেঞ্জ,ডিআইজি মোঃ আমিনুল ইসলাম তিনি জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে প্রধান অতিথি হিসেবে মতবিনিময় করেন।
ডিআইজি মহোদয় আসন্ন শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীর সদস্যগণ যেন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পালন করতে পারে সেজন্য সকল রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার আহ্বান জানান এবং সেই সাথে সকলের কাছে সহযোগিতা কামনা করেন। এসময় জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন