শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৬:৩২ ২৪ সেপ্টেম্বর ২০২৪
যশোরের শার্শায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিক, পেশাজীবী, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে আলোচনা ও মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক মো: আজাহারুল ইসলাম।
সোমবার দুপুরে শার্শা উপজেলা অডিটোরিয়ামে কক্ষে উপজেলা জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মো: আজাহারুল ইসলামের সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) নুসরাত ইয়াসমিন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মাহফুজা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার বিনয় কৃষ্ণ মন্ডল, শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মনিরুজ্জামান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান রোকন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মপরিষদ সদস্য মাও. আজিজুর রহমান, শার্শা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফারুক হাসান, জামায়াতে ইসলামী যশোর পশ্চিম জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, শার্শা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধু, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল হাসান জহির, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ¦ শামছুর রহমান প্রমুখ।
বিজ্ঞাপন