শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০১:১৫ ২১ সেপ্টেম্বর ২০২৪
কুড়িগ্রামের রাজিবপুর ৪০ পিস ইয়াবা ও ১ টি ভ্যান জব্দসহ ২ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে রাজিবপুর থানা পুলিশ।
কুড়িগ্রামের জেলার রাজিবপুর থানা পুলিশের একটি চৌকস টিম শনিবার সকালে ( ২১ সেপ্টেম্বর) উপজেলার রাজিবপুর ইউনিয়নের টাঙ্গালিয়া মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ অর্থ, ২ টি মোবাইল ফোন ও মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি ব্যাটারি চালিত চার্জার ভ্যান সহ ২ জনকে আটক করে।
আটককৃতরা হলেন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাগারচর এলাকার মাদক কারবারি মোঃ আলমগীর হোসেন (৩৬) ও মোঃ আলম (৪১)।
গ্রেফতারের বিষটি নিশ্চত করে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন জানান , গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে রাজিবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।
বিজ্ঞাপন