শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০১:৫৩ ১৯ সেপ্টেম্বর ২০২৪
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর জয়মনিরহাটে একটি পেট্রলপাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে মেঘনা ও যমুনা পেট্রোলিয়ামের ২টি লরিসহ ১৮ হাজার লিটার পেট্রল পুড়ে যায়।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বার)ভোর সাড়ে পাঁচটার দিকে ওই পেট্রলপাম্পে আগুন লাগে।
জানা যায়, পেট্রল আনলোড করার সময় মেঘনা ও যমুনা পেট্রোলিয়ামের ২টি লরিতে আগুন লেগে যায়। খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
নাগেশ্বরী ফায়ার স্টেশনের লিডার শাহ আলম মোর নিউজকে বলেন, প্রাথমিকভাবে দুটি লরি ও তেল পুড়ে যাওয়ার তথ্য পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এলে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ণয় করা হবে।
বিজ্ঞাপন