শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৯ ৫ সেপ্টেম্বর ২০২৪
সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির এক মাস পূর্তিতে দিনটিকে স্মরণীয় করে রাখতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ‘শহীদী মার্চ’ কর্মসূচি কুড়িগ্রামের চিলমারীতে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩ টায় উপজেলার চিলমারী সরকারী ডিগ্রি কলেজ মোড় থেকে সাধারণ শিক্ষাথীর ব্যানারের সাধারণ শিক্ষার্থীরা শহীদী মার্চ পালন উপলক্ষে একটি মিছিল বের করে মিছিলটি উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে অবস্থান নেন। পরে কোটা বিরোধী আন্দোলনে সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন সাদ্দির রহমান, শান্ত, সৌমিক, মুঈদ প্রমুখ।পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
বিজ্ঞাপন