বুধবার , ২২ জানুয়ারি, ২০২৫ | ৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি : সংগৃহীত
প্রকাশিত: ০৮:০২ ২২ জানুয়ারী ২০২৫
সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে।
বুধবার আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত তিন দিনের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
বুধবার সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যান্য অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।
বৃহস্পতিবার: সারা দেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার প্রকোপ অব্যাহত থাকবে।
শুক্রবার: একই ধারা বজায় থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশার পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
এছাড়া আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের শুরুতে রাত ও দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।
বিজ্ঞাপন