শুক্রবার , ০৩ জানুয়ারি, ২০২৫ | ১৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৯:৫০ ১৫ ডিসেম্বর ২০২৪
পঞ্চগড়ে তেঁতুলিয়ায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ০৯-১০ ডিগ্রি সেলসিয়াস । প্রায় একসপ্তাহ ধরে সূর্যের দেখা মিলছে না। এতে কাজে যেতে পারছে না নিম্ন আয়ের মানুষ। দুর্ঘটনা এড়াতে রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে গাড়ি।
রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে প্রথম শ্রেণির আবহাওয়া পর্যাবেক্ষণাগার এবং সকাল ৯ টায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস নির্ধারণ করেন।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, রবিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। তবে চলতি সপ্তাহে তাপমাত্রা আরো কমে শীতের তীব্রতা বাড়তে পারে।
স্থানীয়রা জানান, কয়েক দিন পর আবার তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। এ অঞ্চলে দিনের তুলনায় রাতে শীতের তীব্রতা বেশি।
বিজ্ঞাপন