রবিবার , ৩১ আগস্ট, ২০২৫ | ১৬ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৮:৫৯ ৩১ আগস্ট ২০২৫
গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান প্রণয়ন, বিচার ও সংস্কারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এক উঠান বৈঠকের আয়োজন করে।
শনিবার (৩০ আগস্ট) রাতে উপজেলার ছতুরপুর স্কুল মাঠে অনুষ্ঠিত এ বৈঠকে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, “আমাদের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার মনোমালিন্য থাকলেও আজ আমি ব্রাহ্মণবাড়িয়ায় এসেছি। তিনি খোঁজ নিয়েছেন এবং আমার জন্য উপহার পাঠিয়েছেন। এটি একটি ইতিবাচক বার্তা, যা আমরা সাদরে গ্রহণ করি।”
বৈঠকে স্বাগত বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান লিটন। সভায় সভাপতিত্ব করেন বিজয়নগর উপজেলা সমন্বয়কারী আমিনুল ইসলাম চৌধুরী।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ। এছাড়াও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব এস. এম. সাইফ মোস্তাফিজ, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, কেন্দ্রীয় সংগঠক রাকিব হাসানসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন