১৭ বছর পর দেশে ফিরলেন ডা. জোবাইদা রহমান

১৭ বছর পর দেশে ফিরলেন ডা. জোবাইদা রহমান

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৪:২৫ ৬ মে ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও চিকিৎসক ডা. জোবাইদা রহমান দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে ফিরেছেন। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী ও কন্যা জায়মা রহমানকে নিয়ে লন্ডনে পাড়ি জমান তিনি। সেই থেকে লন্ডনেই বসবাস করছিলেন।

২০২৫ সালের ৬ মে সকালে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তিনি ঢাকায় পৌঁছান। দেশে ফিরে তিনি ধানমন্ডির 'মাহবুব ভবন' নামে পরিচিত তার প্রয়াত বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসভবনে উঠবেন। সেখানে তিনি অসুস্থ মায়ের সঙ্গেও থাকবেন।

২০০৮ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে মামলা করে। ২০২৩ সালে ঢাকার একটি আদালত তাকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা জরিমানা করেন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আদালতের দেওয়া ওই সাজা স্থগিত হয়।

ডা. জোবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন এবং লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে এমএসসি করেন। ১৯৯৫ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রথম হয়ে সরকারি চাকরিতে যোগ দেন। তবে ২০০৮ সালে শিক্ষা ছুটি নিয়ে লন্ডনে যাওয়ার পর চাকরিতে আর যোগ না দেওয়ায় তাকে বরখাস্ত করা হয়।

দেশে ফেরার পর তার নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি পুলিশের মহাপরিদর্শকের কাছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে। এর মধ্যে রয়েছে সশস্ত্র গানম্যান নিয়োগ, গাড়িসহ পুলিশ প্রটেকশন, বাসার প্রবেশপথে আর্চওয়ে স্ক্যানার স্থাপন এবং বাসার চারপাশে সিসিটিভি ক্যামেরা বসানো।

ডা. জোবাইদা রহমানের দেশে প্রত্যাবর্তন তার রাজনৈতিক ও পারিবারিক জীবনে নতুন অধ্যায়ের সূচনা করেছে।

বিজ্ঞাপন