প্রেম

প্রেম

সুভাষ রায় কৃষ্ণ নগর, নদীয়া

সুভাষ রায়
সুভাষ রায়

প্রকাশিত: ১০:২২ ২৪ সেপ্টেম্বর ২০২৪

ভালোবাসার দাম মাপতে
দাঁড়িপাল্লা টানাটানি, 
জেনে রেখো তার গভীরতা 
অন্তর থেকে অন্তঃযামী।
বাটির জল মেপেছো বোলে
নদীর দিকে হাত বাড়াও,
তুমি মূঢ় মূর্খ অতি 
ঘাড় থেকে আগে ভুত তারাও
টাকার গৌরব আছে তোমার 
ওটা নিয়েই ভালো থাকো,
অর্থ দিয়ে দেহ মেলে 
প্রেম মেলেনা জেনে রেখো ।
রজকিনী ধোপার মেয়ে
তবু প্রেমের শিরোমণি,
চন্ডীদাস তাঁর প্রেমে পাগল
তাইতো তিনি মহাজ্ঞানী।
ভালোবাসা পেতে হলে 
আগে কর প্রেম সাধনা,
প্রেম ছাড়া মন পেতে গেলে
ভালোবাসা হয় প্রবঞ্চনা।

বিজ্ঞাপন