বুধবার , ০৪ ডিসেম্বর, ২০২৪ | ২০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৫:৪৮ ৪ ডিসেম্বর ২০২৪
বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে মানবতাবিরোধী অপরাধের এক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে।
সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এবং কামরুল ইসলামকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলার শুনানির জন্য তাঁদের আনা হয়েছে।
বুধবার সকাল ১০টা ২০ মিনিটে তাঁদের প্রিজন ভ্যানে করে কারাগার থেকে ট্রাইব্যুনালে নেওয়া হয়। এই মামলায় বিগত আওয়ামী লীগ সরকারের ৪৫ জন মন্ত্রী, উপদেষ্টা এবং সংসদ সদস্যকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে অনেককেই ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অভিযোগে ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিষয়ে তথ্য উল্লেখ করা হয়েছে।
আজকের শুনানিতে এই মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন