শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৫:৪০ ১ অক্টোবর ২০২৪
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)এর দল সিলেট স্ট্রাইকার্সের মালিকানা জোর করে লিখিয়ে নেওয়ার অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার পল্লবী থানায় এই মামলাটি করা হয়।
পল্লবীর ওসি নজরুল ইসলাম জানিয়েছেন, রবিবার রাতে দলটির সাবেক মালিক সারোয়ার গোলাম চৌধুরী মামলাটি করেন। তিনি বলেন, “এটা কোনো রাজনৈতিক মামলা না, এটা একটা ব্যবসায়ীক মামলা। মাশরাফিকে প্রধান আসামি করে দায়ের করা এই মামলায় আরও ৫ জনকে আসামি করা হয়েছে।”
মামলায় বাদী অভিযোগ করেছেন, মাশরাফির কার্যালয়ে বসে হেলাল বিন ইউসুফ শুভ্র নামের একজন জোর করে তার কাছ থেকে সিলেট স্ট্রাইকার্সের মূল প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা কেড়ে নেন। সে সময় সারোয়ার চৌধুরীর মাথায় রিভলবার ঠেকানো হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে।
বিজ্ঞাপন