শনিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৫ | ২৯ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৭:২৩ ১৩ সেপ্টেম্বর ২০২৫
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও বাড়ল। ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের কারণে তেল আবিবসহ দখলকৃত বিস্তীর্ণ এলাকায় সতর্কবার্তার সাইরেন বাজতে শুরু করে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি আকাশেই ধ্বংস করেছে।
ফিলিস্তিনি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড ক্ষেপণাস্ত্র শনাক্ত করার সঙ্গে সঙ্গে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। কয়েক মিনিট ধরে তেল আবিবসহ আশপাশের এলাকায় সাইরেন বাজতে থাকে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই তাদের প্রতিরক্ষা ব্যবস্থা তা ধ্বংস করেছে।
তেল আবিব ও আশপাশের এলাকায় হঠাৎ সাইরেন বাজানোয় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। অনেকেই আশ্রয়কেন্দ্রে ছুটে যায়। স্থানীয় সূত্র জানিয়েছে, সাইরেন বাজা ও বিস্ফোরণের শব্দে কয়েক ঘণ্টা ধরে রাজধানীতে স্বাভাবিক জীবনযাত্রা থমকে থাকে।
এই ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের বাইরেও আঞ্চলিক সংঘাতের বিস্তৃতি তুলে ধরেছে। ইয়েমেনের মাটিতে চলমান যুদ্ধ ও হুথি বাহিনীর সক্রিয়তা ইসরায়েলের নিরাপত্তাকে সরাসরি প্রভাবিত করছে।
বিজ্ঞাপন