জাপানের প্রধানমন্ত্রী ইশিবা পদত্যাগ

জাপানের প্রধানমন্ত্রী ইশিবা পদত্যাগ

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ১০:৫০ ৭ সেপ্টেম্বর ২০২৫

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দলের ভেতরের বিভাজন ও রাজনৈতিক অনিশ্চয়তা ঠেকানোর জন্য তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) রয়টার্স এই খবর জানিয়েছে।

প্রধানমন্ত্রীর দপ্তরের মুখপাত্র এখনও পদত্যাগ নিয়ে কোনো মন্তব্য করেননি, তবে ইশিবা স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলন করবেন।

গত বছর সেপ্টেম্বর ক্ষমতায় আসার পর থেকে ইশিবার জোট সংসদের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও ভোটারদের অসন্তোষই এর মূল কারণ হিসেবে মনে করা হচ্ছে। জুলাইয়ের উচ্চকক্ষ নির্বাচনে হারের পরই দলের ভেতর থেকে পদত্যাগের আহ্বান আসলেও ইশিবা তা প্রত্যাখ্যান করেছিলেন। রাজনৈতিক অনিশ্চয়তার কারণে গত সপ্তাহে ইয়েন ও জাপানি সরকারি বন্ডের বাজারে বড় ধস নামে, এবং ৩০ বছরের বন্ডের ফলন ইতিহাসে সর্বোচ্চ স্তরে পৌঁছে যায়।

যদি ইশিবা পদত্যাগ করেন, তবে তার শেষ বড় সিদ্ধান্ত হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ৫৫০ বিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি কার্যকর করা, যার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট জাপানের গাড়ি শিল্পে শুল্ক কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

বিজ্ঞাপন