ফের ইসরায়েলে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা!

ফের ইসরায়েলে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা!

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৪:৪০ ২৬ জুলাই ২০২৫

ইসরায়েলের দিকে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনভিত্তিক সশস্ত্র হুথি গোষ্ঠী। শুক্রবার (২৫ জুলাই) ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করা হয়েছে।

সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজার পরপরই ইসরায়েলি বিমান বাহিনী ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করে।

ইসরায়েলের প্রভাবশালী দৈনিক ইয়েদিয়োথ আহারোনোথ জানায়, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কারণে দক্ষিণ নেগেভ ও মৃত সাগর এলাকায় সাইরেন বেজে ওঠে। এর মধ্যে আরাদ, কিরিয়াত আরবা ও আইন গেদি অঞ্চলেও সাইরেনের শব্দ শোনা গেছে।

সম্প্রতি হুথি গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাত্রা অনেকটাই বাড়িয়েছে। বিশেষ করে মার্চে গাজায় দুই মাসের যুদ্ধবিরতির পর ইসরায়েল নতুন করে অভিযান শুরু করলে হুথিরা প্রতিক্রিয়ায় হামলা জোরদার করে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এরই প্রেক্ষিতে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে নভেম্বর থেকে হুথি গোষ্ঠী লোহিত সাগর, অ্যাডেন উপসাগর ও আরব সাগরের বাণিজ্যিক জাহাজেও হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি নিপীড়নের প্রতিবাদেই এসব আক্রমণ।

জাতিসংঘ ও ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৫৯ হাজার ৬৭৬ জনেরও বেশি মানুষ এবং আহত হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৯৬৫ জনের বেশি। বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

বিজ্ঞাপন