শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি : সংগৃহীত
প্রকাশিত: ১০:১৭ ১১ জানুয়ারী ২০২৫
পোল্যান্ডের রাজধানী ওয়ারশে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গ্রেপ্তারের দাবিতে শত শত মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। শুক্রবার এই মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা ও ব্যানার হাতে নিয়ে স্লোগান দেন। তারা নেতানিয়াহুর বিরুদ্ধে নিন্দা জানিয়ে এবং গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক গত বৃহস্পতিবার ঘোষণা করেন যে, নেতানিয়াহু যদি পোল্যান্ড সফর করেন, তাহলে তাকে গ্রেপ্তার করা হবে না। এই ঘোষণার প্রতিবাদে ওই মিছিলটি অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা পোল্যান্ডের প্রধানমন্ত্রী আন্দ্রেজি দুদাকে অভিযুক্ত করেন যে, তিনি গাজায় ইসরায়েলের বর্বর গণহত্যার সমর্থন করেছেন।
এদিকে, গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) হেগ-ভিত্তিক আদালত নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ করার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
বিজ্ঞাপন