শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৭ ১০ অক্টোবর ২০২৪
এই বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রখ্যাত লেখিকা হান ক্যাং। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে সুইডিশ অ্যাকাডেমি আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করে। হান ক্যাং তার অনন্য সাহিত্যিক অবদানের জন্য এই সম্মান অর্জন করেছেন।
গত বছর সাহিত্যে নোবেল পুরস্কার পান নরওয়ের নাট্যকার ইয়োন ফসে। ইয়োন ফসের সাহিত্য ও নাটক নিয়ে সুইডিশ অ্যাকাডেমি প্রশংসা করে বলেছিল, তিনি তার লেখায় অব্যক্ত ও না বলা কথাগুলো চমৎকারভাবে প্রকাশ করেছেন।
সাহিত্যে নোবেল পুরস্কার প্রথম দেওয়া হয় ১৯০১ সালে। সেই প্রথম নোবেল জেতেন ফরাসি কবি ও প্রাবন্ধিক সুলি প্রুদোম। এখন পর্যন্ত ১২০ জন সাহিত্যিককে এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করা হয়েছে। নোবেল পুরস্কারটির প্রবর্তক সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল। তার উইল অনুযায়ী, পদার্থ, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্য এই পাঁচটি খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়। ১৯৬৯ সালে অর্থনীতি খাতও এতে যুক্ত হয়।
বিজ্ঞাপন