রবিবার , ৩১ আগস্ট, ২০২৫ | ১৬ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৬:৫৮ ২৫ আগস্ট ২০২৫
চীনা বিজ্ঞানীরা এমন এক হিউম্যানয়েড রোবট তৈরি করতে যাচ্ছেন, যা কৃত্রিম গর্ভাশয় বহন করে মানবশিশুকে জন্ম দিতে সক্ষম হবে। এই কৃত্রিম গর্ভাশয় মানুষের প্রকৃত গর্ভের পরিবেশ অনুকরণ করবে। থাকবে কৃত্রিম অ্যামনিয়োটিক ফ্লুইড এবং নাড়ির মতো একটি নালী, যা শিশুর বিকাশে সাহায্য করবে।
২০১৭ সালে মার্কিন গবেষকরা অকালজাত ভেড়ার বাচ্চাকে “বায়োব্যাগে” জীবিত রেখেছিলেন। তবে চীনের এই প্রজেক্ট আরও বড় লক্ষ্য নিয়ে এগোচ্ছে—মানব শিশুকে পূর্ণ সময় পর্যন্ত বহন করা।
প্রতিটি প্রক্রিয়ায় খরচ ধরা হয়েছে প্রায় ১ লাখ ইউয়ান, যা সারোগেসির তুলনায় অনেক সস্তা। বন্ধ্যত্ব সমস্যার সমাধান হিসেবে এটির প্রতি আগ্রহ ক্রমবর্ধমান।
তবে সমালোচকরা সতর্ক করেছেন, এতে মাতৃত্বের মানসিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সন্তান জন্ম দেওয়া ব্যবসায়িক পণ্যে পরিণত হতে পারে।
প্রতিবেদকের মতে, ২০২৬ সালেই হয়তো পৃথিবী প্রথমবার এমন এক শিশুকে দেখবে, যার জন্ম কোনও নারীর গর্ভে নয়, বরং একটি যন্ত্রে। এটি কি প্রযুক্তির অসাধারণ উন্নতি হবে, নাকি ডিস্টোপিয়ান ভবিষ্যতের পূর্বাভাস— তা নির্ভর করবে সমাজের দৃষ্টিভঙ্গির ওপর।
বিজ্ঞাপন