আজ নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

আজ নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৭:৫৫ ৩১ জুলাই ২০২৫

২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের জন্য নতুন মুদ্রানীতি (Monetary Policy Statement - MPS) আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। বিকেল ৩টায় রাজধানীর মতিঝিলে অবস্থিত কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই নীতি ঘোষণা করবেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। তাদের মধ্যে থাকবেন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (BFIU) প্রধান, বাংলাদেশ ব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ এবং অন্যান্য নির্বাহীরা।

গভর্নর আজকের ঘোষণায় বর্তমান মুদ্রানীতির আওতায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতে ঋণপ্রবাহ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর এর প্রভাব সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেবেন।

বাংলাদেশ ব্যাংক দীর্ঘদিন ধরে সংকোচনমূলক (tightening) মুদ্রানীতি অনুসরণ করে আসছে, যার লক্ষ্য উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। তবুও চ্যালেঞ্জ থেকেই যাচ্ছে। চলতি বছরের জুন মাস শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে মাত্র ৬.৪ শতাংশ, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। অথচ এ সময়ের জন্য কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যমাত্রা ছিল ৯.৮ শতাংশ।

এই প্রেক্ষাপটে, ঋণপ্রবাহের বর্তমান ধারা অব্যাহত রাখার দিকে নীতিনির্ধারকদের দৃষ্টি থাকবে বলে ধারণা করা হচ্ছে।

অর্থনীতি বিশ্লেষকদের মতে, এবারকার মুদ্রানীতিতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও বিনিয়োগ প্রবাহে ভারসাম্য আনার কৌশল স্পষ্ট করা হতে পারে।

বিশেষ দৃষ্টি থাকবে: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার নীতির পরিবর্তন, বিনিময় হার ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের দৃষ্টিভঙ্গি, বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়াতে সম্ভাব্য উদ্যোগ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনা

নতুন মুদ্রানীতির প্রভাব আর্থিক খাত, শিল্প খাত এবং সাধারণ ভোক্তাদের ওপর কেমন হবে—তা আজকের ঘোষণার পরই স্পষ্ট হবে।

বিজ্ঞাপন