বৃহস্পতিবার , ২১ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৮:১১ ২২ মে ২০২৪
দেশের সরকারি-বেসরকারি ২৬টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দুটি অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে আছেন। তাঁদের সফর নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নানা বিভ্রান্তিকর খবর প্রকাশিত হয়েছে বলে দাবি করেছে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড (এবিবি)।
সংবাদ বিজ্ঞপ্তিতে এবিবি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে দুটি অনুষ্ঠান সম্পর্কে কিছু ভুল ও বিভ্রান্তিকর প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিভ্রান্তিকর এসব প্রতিবেদন প্রকাশিত হওয়ায় এবিবি উদ্বেগ প্রকাশ করছে।
এবিবি জানায়, ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস (ডিওজে) ও অফিস অব প্রসিকিউটোরিয়াল ডেভেলপমেন্ট, ট্রেইনিং অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট (ওপিডিএটি) একযোগে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস ও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে থাকে। তারা ওয়াশিংটন ডিসিতে ষষ্ঠ বার্ষিক ইউএস-বাংলাদেশ দ্বিপক্ষীয় ব্যাংকিং সংলাপ অনুষ্ঠানে বাংলাদেশের ২৬টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে আমন্ত্রণ জানিয়েছে। ২০ মে শুরু হওয়া এই সংলাপ ২৩ মে শেষ হবে।
এই ব্যাংকিং সংলাপের উদ্দেশ্য হলো বিএফআইইউ ও তার তত্ত্বাবধানে থাকা আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে আন্তসম্পর্ক শক্তিশালী করা। পাশাপাশি অর্থ পাচার প্রতিরোধ (এএমএল) ও সন্ত্রাসবাদ অর্থায়ন প্রতিরোধের (সিএফটি) মতো বিষয়ে একসঙ্গে কাজ করা। অতীতে এ ধরনের ব্যাংকিং সংলাপ নিউইয়র্ক, লন্ডন, কুয়ালালামপুর, ব্যাংকক ও যুক্তরাষ্ট্রের শার্লটে অনুষ্ঠিত হয়েছে।
এবিবি আরো জানায়, ডিওজের দৃষ্টিকোণ থেকে দেখলে এই সংলাপে যোগ দেওয়া এবং তা থেকে প্রাপ্ত নিয়মাচার পালন পৃথিবীর বিভিন্ন দেশের ব্যাংকগুলোর জন্য বাধ্যতামূলক। এ বছরের সংলাপে ডিওজের মানি লন্ডারিং ও অ্যাসেট রিকভারি সেকশন (এমএলএআরএস), মার্কিন ট্রেজারির ফিন্যান্সিয়াল ক্রাইমস এনফোর্সমেন্ট নেটওয়ার্ক (ফিনসেন) ও মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রতিনিধিরা বাংলাদেশের ব্যাংক এমডিদের সামনে তাঁদের বিভিন্ন উপস্থাপনা পেশ করছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বড় একটি ব্যাংকের সাইবার সিকিউরিটি কার্যক্রম সম্পর্কে জানার জন্য মাঠ সফর থাকবে।
এদিকে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ জানিয়েছে, ওয়াশিংটন ডিসিতে ডিওজের এই অনুষ্ঠান শেষ হওয়ার পর চারটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকেরা অফশোর ব্যাংকিং ফিক্সড ডিপোজিট পণ্যের প্রসারে নিউইয়র্কে একটি পাঁচ তারকা হোটেলে প্রায় ৩০০ প্রবাসী বাংলাদেশিকে নিয়ে অনুষ্ঠান আয়োজন করেছেন। এ চার ব্যাংক হলো অগ্রণী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক ও ডাচ্-বাংলা ব্যাংক।
এ চার ব্যাংকের অফশোর ব্যাংকিং ডলার ডিপোজিট আহরণের বিপণন অনুষ্ঠানের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে ডিওজের ব্যাংকিং সংলাপের সম্পর্ক নেই বলে জানিয়েছে এবিবি। সংগঠনটি বলেছে, চার ব্যাংকের উদ্যোগে এই অনুষ্ঠানের মোট ব্যয়ের অঙ্ক ওয়াশিংটন ডিসিতে অবস্থানরত ২৬ ব্যাংক এমডির প্রত্যেকের পেছনে ব্যয় হচ্ছে বলে কিছু কিছু গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। এবিবি বলছে, এর মাধ্যমে তারা সবাইকে বিভ্রান্ত করার প্রয়াস নিচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।
বিজ্ঞাপন