বৃহস্পতিবার , ২১ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৯:৩১ ৯ অক্টোবর ২০২৪
কুড়িগ্রামের সীমান্তবর্তী ভুরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর ছয়দিন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে এ ছুটি ঘোষণা করা হয়।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে সোনাহাট স্থল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুর রাজ্জাক বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ৬দিন বন্ধ থাকবে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর। সোনাহাট স্থলবন্দর সিএন্ড এফ এজেন্ড এসেসিয়েনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে এ বন্ধের কথা জানানো হয়। চিঠিতে বলা হয় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সোনাহাট স্থলবন্দরে সকল প্রকার আমদানি রপ্তানিসহ সব ধরনের দাপ্তরিক কাজ ৯ অক্টেবর বুধবার হতে ১৪ অক্টোবর সোমবার পর্যন্ত বন্ধ থাকবে।
স্থল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুর রাজ্জাক বলেন, সোনাহাট স্থলবন্দর টানা ছয়দিন বন্ধ থাকবে। এসময় পণ্য খালাসসহ সব ধরনের কাজ বন্ধ থাকবে। ১৫ অক্টোবর থেকে বন্দরে কাজ চালু হবে।
বিজ্ঞাপন