ছাত্রীর আপত্তিকর ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

ছাত্রীর আপত্তিকর ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

মোরনিউজ ডেস্ক
মোরনিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬:৩৬ ১৭ আগস্ট ২০২৫

কুষ্টিয়ায় এক ছাত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে শাহিন ইসলাম (৩০) নামে একজন শিক্ষককে র‍্যাব গ্রেপ্তার করেছে। শনিবার (১৬ আগস্ট) বিকেলে নোয়াখালীর সুধারাম উপজেলার হাউজিং সেন্টার রোড থেকে তাকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার।

গ্রেপ্তার শাহিন ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি কুষ্টিয়া শহরের র‍্যাব গলিতে অবস্থিত শাহীন ক্যাডেট স্কুলের বিজ্ঞান শিক্ষক। র‍্যাব সূত্রে জানা যায়, চলতি বছরের ২৩ এপ্রিল থেকে কয়েক দফায় শাহিন সপ্তম শ্রেণির এক ছাত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেন। এ ঘটনায় গত ৭ আগস্ট ওই ছাত্রীর মা কুষ্টিয়া মডেল থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। এরপর থেকে শিক্ষক পলাতক ছিলেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৩ সালের ৫ ডিসেম্বর ওই ছাত্রী শাহীন ক্যাডেট স্কুলের কোচিংয়ে ভর্তি হয়। চার মাস পর শিক্ষক শাহিন স্কুল শেষে ছাত্রীকে বাইরে যাওয়ার প্রলোভন দিয়ে তার ভাড়া বাসায় নিয়ে গিয়ে অমতে কিছু ছবি ও ভিডিও ধারণ করেন। এছাড়া মুঠোফোনে নুড ভিডিও সংগ্রহ করতেন। বিষয়টি পরিবার ও প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে জানালে শাহিন ক্ষিপ্ত হয়ে নিজের এবং বিভিন্ন আইডি থেকে ছবিগুলো ফেসবুকে ছড়িয়ে দেন।

কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার বলেন, “এ ধরনের কুরুচিপূর্ণ ও হঠকারী কাজ শিক্ষক ও ছাত্রের মহান সম্পর্ককে হেয় করেছে। নোয়াখালী থেকে র‍্যাব-১১-এর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে কুষ্টিয়ায় মডেল থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।”

বিজ্ঞাপন