পাবনায় ইয়াবাসহ যুবদল ও কৃষক দলের ৩ নেতা গ্রেপ্তার
কক্সবাজার থেকে ফেরার পথে ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন পাবনা জেলা যুবদল ও সুজানগর পৌর কৃষক দলের তিন নেতা। রবিবার (৩১ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের ফুড ভিলেজ হোটেলের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্প। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৭৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।