বিনামূল্যে সার-বীজ বিতরণে স্বচ্ছতার অভাব, ৭ হাজার ৬০ কৃষকের তালিকা নিয়ে প্রশ্ন?
নড়াইলের লোহাগড়ায় চলতি অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য রবি মৌসুমে প্রণোদনার সার-বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হড় চাষে কৃষকদের বিনামূল্যে সার-বীজ সরবরাহ করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, গম ৫৫০ বিঘা, সরিষা ৪৪০০ বিঘা, সূর্যমুখী ১৭০ বিঘা, চিনাবাদাম ১০০ বিঘা, পেঁয়াজ ৮০ বিঘা, মসুর ১,২৭০ বিঘা, খেসারি ৪৬০ বিঘা ও অড়হড় ৩০ বিঘা জমিতে ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে ৭ হাজার ৬০ জন কৃষকের তালিকা তৈরি করা হলেও সেই তালিকায় অনিয়মের অভিযোগ উঠেছে। অনেক প্রান্তিক কৃষক দাবি করছেন, তারা আবেদন করেও তালিকায় নাম পাননি, অথচ কৃষি উপযোগী জমি না থাকা ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।