বৃহস্পতিবার , ২১ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৭:১৮ ১৬ আগস্ট ২০২৪
মাদারীপুরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল রাখতে শিক্ষার্থীদের সঙ্গে বাজার মনিটরিং করেছে তারুণ্যের শপথ সমাজ কল্যান যুব সংঘ ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় দুই দোকানদারকে ৩ হাজার টাকা সচেতনমূলক জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) সকালে মাদারীপুর শহরের চরমগুরিয়া বাজারের কাঁচা তরকারির দোকান, মুদি দোকান, মাংসের দোকান, মাছের দোকান, মুরগির দোকান,মিষ্টি দোকানে মনিটরিং করা হয়।
এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সচেতনতা মূলক লিফলেট ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়। ব্যবসায়ীদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ও প্রতিটি পণ্যের মূল্য তালিকা দোকানে টানিয়ে রাখার জন্য বলা হয়।এদিকে ভাই ভাই স্টোরকে ২ হাজার ও রব স্টোরকে ১ হাজার টাকা সচেতনমূলক জরিমানা করা হয়েছে।
শিক্ষার্থীরা বলেন, শহরের প্রতিটি বাজারে গিয়ে আমরা মনিটরিং করবো। ব্যবসায়ীরা যাতে প্রতিটি পণ্যের মূল্য তালিকা রাখে এবং অতিরিক্ত দামে কোনো পণ্য বিক্রি না করে সে জন্য অবগত করবো।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, শহরের চরমগুরিয়া বাজারে শিক্ষার্থী ও তারুণ্যের শপথ সমাজ কল্যান যুব সংঘের সদস্যদের সঙ্গে নিয়ে বাজার
মনিটরিং করা হয়। এ সময় ব্যবসায়ীরা যাতে দ্রব্যমূল্যের দাম সহনশীল রাখে ও মূল্য তালিকা টানিয়ে রাখে সে ব্যাপারে তাদেরকে অবগত করা হয়।আর এসকল অভিযান শিক্ষার্থীদের নিয়ে অব্যাহত থাকবে আমাদের।
বিজ্ঞাপন