শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৮:২৬ ১২ নভেম্বর ২০২৪
কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থ বছরে উচ্চ ফলনশীল জাতের সরিষা বীজ,গম,ভুট্টা,চিনাবাদম,শীতকালীন পেয়াজ উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য উৎপাদন বাস্তবায়নের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহানের সভাপতিত্বে উপজেলার ক্ষুদ্র প্রান্তিক কৃষক কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোছা: শারমিন ইসলাম ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস,ঘাটাইল উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মো: বাহাউদ্দীন সারোয়ার রেজভী,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: রিসালাত আহম্মেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: মনোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য,পর্যায়ক্রমে উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সরিষার
বীজ-৫৬০০জন,গম-৩০০জন,ভুট্টা-১০০,সূর্যমূখী-৫০জন,পেয়াজ-২০ জন,মসুর -৫০জন,খেসারী-৫০ মোট- ৬১৭০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে।
বিজ্ঞাপন