শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০১:৪৯ ৩ নভেম্বর ২০২৪
গাজীপুরের শ্রীপুরে ক্রয়কৃত জমি জবর দখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে। এঘটনায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের আব্দুল খালেকের সন্তান ফরহাদ মিয়া ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। রোববার ০৩ নভেম্বর সকালে সরেজমিনে দেখা গেছে, ফরহাদের বাড়ির পাশে থাকা আকাশমনি বাগান, ওই বাগানের সাড়ে ৫শতাংশ জমি ফরহাদ দাবি করেন।
ফরহাদ মিয়া অভিযোগ করেন, তাঁরই চাচা'তো ভাই শামসুল হকের ছেলে রফিকুল ইসলাম ও সফিকুল ইসলাম জোরপূর্বক ক্রয়কৃত সাড়ে ৫শতাংশ জমি দখলে নেয়ার চেষ্টা করছে। এব্যাপারে তিনি ইউনিয়ন পরিষদে জমি সংক্রান্ত বিরোধে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্যরা বিষয়টি মিমাংসার চেষ্টা করলেও সাবেক ইউপি সদস্য হেলাল উদ্দিনের অসহযোগিতার কারণে মিমাংসা করা সম্ভব হয়নি।
অপরদিকে রফিকুল ও সফিকুল জমি জবরদখলের জন্য মরিয়া হয়ে উঠেছে। তাঁরা ফরহাদের জমিটি অন্যায়ভাবে দখলে নেয়ার চেষ্টা চালাচ্ছে। স্থানীয়রা জানান, ফরহাদ জমিটি ক্রয় করার পর থেকেই জবরদখলে নেয়ার চেষ্টা চালাচ্ছে অভিযুক্তরা। অন্যায় অবিচার থেকে রেহাই পাওয়ার জন্যই সাংবাদিকদের দ্বারস্থ হয়েছেন ফরহাদ। তিনি প্রশাসন ও উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের দাবি জানিয়েছেন।
এব্যাপারে রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ফরহাদের জমি আমাদের দখলে থাকলে ছেড়ে দিবো। একপর্যায় তিনি সাংবাদিকদের কাছে স্বীকার করেন পৈতৃক জমি থেকেও অতিরিক্ত জমি তাদের দখলে রয়েছে।
বিজ্ঞাপন