শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২২ ৩ নভেম্বর ২০২৪
পঞ্চগড়ে নিষিদ্ধ পলিথিন কেনাবেচা ও ব্যবহারের বিরুদ্ধে জেলা প্রশাসন সাড়াশি অভিযান শুরু করেছে।
রবিবার (৩ নভেম্বর) সকালে পঞ্চগড় জেলা প্রশাসন, ও পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় যৌথ উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবহার বন্ধে পঞ্চগড় জগদল বাজারে অভিযান পরিচালনা করা হয়।
জেলা ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল পঞ্চগড় শহরের বাজারের বিপনি বিতান, মনোহারী দোকান, কাঁচাবাজার, মাছ ও মাংসের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এই অভিযান চালান।অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর ব্যবহার, বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুদ ও বিতরণ থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করা হয় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে । জেলা ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান
বলেন, পরিবেশ আইন সংরক্ষণের স্বার্থে নিষিদ্ধ পলিথিন বন্ধ করতে অভিযান শুরু হয়েছে। পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
এই অভিযান অব্যাহত থাকবে এবং শিগগির জেলাকে পলিথিন মুক্ত ঘোষণা করা হবে
বিজ্ঞাপন