শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৭:৫৮ ২৪ অক্টোবর ২০২৪
অনলাইন ডেস্ক পঞ্চগড় প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক সিনিয়র সাংবাদিক সাইফুল আলম বাবু আর নেই। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে পঞ্চগড় আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি হৃদরোগ, কিডনিসহ নানা জটিল রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।
পঞ্চগড় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু দৈনিক কালের কণ্ঠ, বিডিনিউজ, যায়যায়দিন, আজকের পত্রিকা, দিগন্ত টিভিসহ প্রথম সারির একাধিক গণমাধ্যমে পঞ্চগড় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। দিগন্ত টিভি বন্ধ হয়ে যাওয়ার পর আর কোনো টেলিভিশনে যোগদান করতে পারেননি।
অসুস্থতার কারণে দৈনিক কালের কণ্ঠ পত্রিকাতেও বেশিদিন স্থায়ী থাকতে পারেননি। তিনিই সংসারের একমাত্র উপর্জনক্ষম ব্যক্তি। পরিবারে তার স্ত্রীসহ এক মেয়ে ও এক ছেলে রয়েছেন। মেয়ে একটি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। আর ছেলে পঞ্চম শ্রেণিতে পড়ে।
দীর্ঘদিন অসুস্থার কারণে খেয়ে না খেয়ে জীবন যাপন করেন এ সিনিয়র সাংবাদিক
বিজ্ঞাপন