কুড়িগ্রামে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

কুড়িগ্রামে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম:
জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম:

প্রকাশিত: ১১:৩৬ ৩০ সেপ্টেম্বর ২০২৪

অভিন্ন চাকুরী বিধি প্রণয়নসহ চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকুরী নিয়মিতকরণের দাবীতে মানববন্ধন করেছে কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়।

এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম লতেশচন্দ্র, লাইনম্যান নাজমুল ইসলাম, রবিউল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম ক্রয় ও সরবরাহ করা, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরী করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের হয়রাণি করা হচ্ছে। আমরা হয়রাণি বন্ধ করার জন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এছাড়াও অনতিবিলম্বে আরইবি ও পিবিএস একীভূতকরণসহ অভিন্ন চাকুরীবিধি প্রণয়ণসহ চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকুরী নিয়মিতকরণ করা না হলে আরইবিকে বয়কটের ঘোষণা দেন বক্তারা।

বিজ্ঞাপন