রবিবার , ১৩ অক্টোবর, ২০২৪ | ২৮ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০১:১৫ ৩০ আগস্ট ২০২৪
অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে "খিদমাতুননাস ফাউন্ডেশন" নামক অরাজনৈতিক সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। শুক্রবার (৩০ আগষ্ট) সন্ধ্যা ৬টায় গাজীপুরের শ্রীপুর উপজেলার (ন্যাশনাল পোল্ট্রি) জামে মসজিদে আলোচনার মাধ্যমে সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটিতে শাহীন মাহমুদ হানিফকে আহ্বায়ক ও এস এম জহিরুল ইসলাম কে সদস্য সচিব, আব্দুল্লাহ আল মামুন (যুগ্ম সম্পাদক), আশিকুর রহমান সবুজ (যুগ্ম সম্পাদক) ও জাহিদুল ইসলাম, সজিব,মনির হোসেনকে আহ্বায়ক সদস্য ঘোষণা করা হয়। আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলে জানিয়েছেন।
এস এম জহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, সমাজের অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সেবা ও সাহায্য সহযোগিতা প্রদান করা সংগঠনের মূল উদ্দেশ্য। এই সংগঠনের প্রত্যেকটি সদস্য যেকোন বিপদে অপরের পাশে এগিয়ে যাবে বলে জানিয়েছেন।
নতুন এ কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকার সুশীল সমাজ ও সচেতন মহলের নেতৃবৃন্দরা।
বিজ্ঞাপন