• শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ | ১০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রশিবিরের নতুন কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

ছাত্রশিবিরের নতুন কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:১৬ ২৬ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য নতুন কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার দিনব্যাপী আয়োজিত কেন্দ্রীয় সদস্য সম্মেলনে সারা দেশ থেকে আগত সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করেন। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের ধারাবাহিকতায় এ নির্বাচন সম্পন্ন হয়।

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই জাঁকজমকপূর্ণ সম্মেলনে প্রায় ছয় হাজারেরও বেশি কেন্দ্রীয় সদস্য অংশগ্রহণ করেন। সকাল থেকেই সম্মেলন কেন্দ্রটি নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী সাংগঠনিক কার্যক্রম ও আনুষ্ঠানিকতা শেষে গোপন ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হলে উপস্থিত সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দামকে অভিনন্দন জানান সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা। এর আগে তিনি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের কারণে এই দায়িত্ব গ্রহণকে সংগঠনের নেতাকর্মীরা ইতিবাচকভাবে দেখছেন।

সংগঠন সূত্রে জানা যায়, প্রতি বছরই ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের মাধ্যমে শীর্ষ নেতৃত্ব নির্বাচন করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের এই সম্মেলনের মূল আকর্ষণ ছিল আগামী মেয়াদের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন। সম্মেলনের মাধ্যমে সংগঠনটি তাদের সাংগঠনিক শক্তি, ঐক্য ও গণতান্ত্রিক চর্চার বার্তা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্রশিবিরের এই নেতৃত্ব পরিবর্তন বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশেষ করে চব্বিশের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র রাজনীতিতে যে নতুন ধারার সূচনা হয়েছে, তা এগিয়ে নিতে নবনির্বাচিত সভাপতির ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে।

সম্মেলনে সারাদেশ থেকে আগত সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সংগঠনটির ঐক্য ও শক্ত অবস্থানকে আরও স্পষ্ট করেছে। নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম খুব শিগগিরই পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন এবং সেক্রেটারি জেনারেল মনোনয়নসহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঘোষণা করবেন বলে আশা প্রকাশ করেছেন নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/