রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত
প্রকাশিত: ০৫:২০ ১২ ফেব্রুয়ারী ২০২৫
এআই প্রযুক্তি খাতে নতুন কৌশল ঘোষণা করল দক্ষিণ কোরিয়া। সরকারের এই উদ্যোগের লক্ষ্য হল প্রতিবছর ১০ হাজার দক্ষ এআই বিশেষজ্ঞ তৈরি করা। আজ মঙ্গলবার সিওলের কেওএক্স কনভেনশন সেন্টারে আয়োজিত এআই সম্মেলনে মেয়র সেও-হুন এই কৌশলগুলোর ঘোষণা দেন।
এআই শিল্পের শক্তিশালীকরণে সরকারের সাতটি মূল উদ্যোগের কথা বলা হয়েছে, যার মধ্যে রয়েছে: প্রতিভা তৈরি, পরিকাঠামো নির্মাণ, বিনিয়োগ বৃদ্ধি, শিল্পের মধ্যে সহযোগিতা এবং বিশ্বায়ন।
এদিকে, দক্ষিণ কোরিয়া বর্তমানে বিশ্বের দ্বিতীয় শ্রেণির এআই দেশ হিসেবে চিহ্নিত হয়েছে। দেশের সরকারের প্রণীত এই নতুন পরিকল্পনার ফলে দক্ষিণ কোরিয়ার মধ্যে সংকটের অনুভূতি তৈরি হয়েছে, কারণ সিঙ্গাপুর, কানাডা, চীন, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র এআই প্রযুক্তিতে শীর্ষ অবস্থানে রয়েছে।
এবার, দক্ষিণ সিউলের ইয়াংজায়ে একটি বিশেষ ‘সিউল এআই টেক সিটি’ নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা ২০২৮ সালে শুরু হবে। এই শহরে থাকবে বিশ্বমানের গবেষণা প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং আবাসিক জায়গা।
অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে আগামী বছর ৫০০ বিলিয়ন ওন মূল্যের একটি এআই তহবিল গঠন করা হবে, যা এআই খাতে বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে।
সূত্র: কোরিয়া টাইমস
বিজ্ঞাপন