বুধবার , ১২ নভেম্বর, ২০২৫ | ২৮ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশিত: ০৬:৪৯ ১০ নভেম্বর ২০২৫
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যার সময় সদর ইউনিয়নের মাগুড়া গ্রামের আব্দুল মোতালেবের বাড়িতে মুখোশধারী দুর্বৃত্তরা গৃহবধূ ফরিদা বেগমের গলায় ছুরি ঠেকিয়ে তার স্বর্ণালংকার ও চার লাখ দশ হাজার টাকা লুট করে।
পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যার পর কয়েকজন দুর্বৃত্ত বাড়ির পিছনের চা বাগান থেকে বেড়া কেটে ভিতরে প্রবেশ করে। এ সময় ঘরে একাই ছিলেন ফরিদা বেগম। তারা তার গলায় ছুরি ঠেকিয়ে আলমারির চাবি চায়। কৌশলে অন্য চাবি দিলেও দুর্বৃত্তরা আলমারির সুকেশ বের করে ঘরের বাইরে নিয়ে আসে। এক দুর্বৃত্ত গৃহিনীর নাকফুলও ছিনিয়ে নিয়ে পালায়।
ঘটনার পরপরই আতঙ্কে জ্ঞান হারান ফরিদা বেগম। বিষয়টি জানতে পেরে তার স্বামী আব্দুল মোতালেব বাজার থেকে বাড়িতে ছুটে আসেন। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় নেতা-জনতা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
ভুক্তভোগী ফরিদা বেগম জানিয়েছেন, লোকদের মুখে মাস্ক ছিল, তাই তারা শনাক্ত করা যায়নি। দুর্বৃত্তরা সুকেশে থাকা চার লাখ টাকাসহ স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে।
প্রতিবেশি ঝুনু বলেন, “এ গ্রামে আগে কখনও এমন ডাকাতির ঘটনা ঘটেনি। দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা প্রয়োজন।” এলাকার সচেতন নাগরিকরা অনলাইন জুয়া, মাদক এবং নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা যায়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুসা মিয়া জানান, “খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী ফরিদা বেগম সোমবার থানায় মামলা করেছেন। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। এটি মূলত ছিনতাই এবং বিষয়টি তদন্তাধীন। একাধিক টিম কাজ করছে।”
