বুধবার , ১২ নভেম্বর, ২০২৫ | ২৮ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশিত: ১১:২৩ ১২ নভেম্বর ২০২৫
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নতুনভাবে যাত্রা শুরু করেছে “ভোজনবাড়ি হোটেল”। মঙ্গলবার রাতে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে হোটেলটির শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া বিএনপির সাবেক ছাত্রদল সভাপতি সাইদুর রহমান বাবলু, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাসুদ রানা লিটন, খন্দকার আবু সালেহ ইমরান এবং শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহবার আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোটেলটির মালিক জাহাঙ্গির আলম।
উদ্বোধনী পর্বে এলাকার বিভিন্ন পেশার প্রায় ৫ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন, যা স্থানীয়ভাবে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি করে।
অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে এলাকার শান্তি, সমৃদ্ধি এবং ব্যবসার সফলতা কামনা করা হয়।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, “ভোজনবাড়ি হোটেল” তেঁতুলিয়ার মানুষের জন্য মানসম্পন্ন খাবারের নতুন ঠিকানা হয়ে উঠবে।
