বিনা টিকিটের যাত্রীদের কাছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ, দুই রেল কর্মচারী বরখাস্ত

বিনা টিকিটের যাত্রীদের কাছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ, দুই রেল কর্মচারী বরখাস্ত

জেলা প্রতিনিধি, পাবনা:
জেলা প্রতিনিধি, পাবনা:

প্রকাশিত: ১২:৩৮ ৩১ অক্টোবর ২০২৪

বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায়ের নামে বাড়তি টাকা আদায়ের অভিযোগে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় কার্যালয়ের রেলের দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন দুই রেল কর্মচারীর সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার (৩০ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ থেকে পাবনার ঢালারচর অভিমুখী ঢালারচর এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

বরখাস্তকৃতরা হলেন, ট্রেন পরিচালক (গার্ড) জাকারিয়া সোহাগ ও টিকিট পর্যবেক্ষক (টিটিই) নয়ন ইসলাম।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, রহনপুর স্টেশন থেকে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে পাবনার ঢালারচর অভিমুখে ছেড়ে আসে ঢালারচর এক্সপ্রেস। এসময় ওই ট্রেন দায়িত্বরত টিটিই নয়ন ইসলাম ও ট্রেন পরিচালক জাকারিয়া সোহাগ কয়েকজন বিনা টিকিটের যাত্রীদের কাছে বাড়তি টাকা নিয়ে টিকেট দেননি।

পরে রাজশাহী স্টেশন থেকে ট্রেনে থাকা কয়েকজন ছাত্রের কাছে যাত্রীরা অভিযোগ করেন। ছাত্রদরে তোপের মুখে দায়িত্বরত টিটিই ও গার্ড বিষয়টি প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করে ছাত্রদের কাছে ক্ষমা চান তারা। পরে ছাত্ররা রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্মকর্তাদের বিষয়টি জানালে পাকশী রেলওয়ে বিভাগীয় কর্তৃপক্ষের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের দু'জনকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।

এর আগে গত ৮ সেপ্টেম্বর একই ঘটনায় ছাত্রদের তোপের মুখে পড়ে বরখাস্ত হয়েছিলেন জাকারিয়া সোহাগসহ রেলের আরও দুজন কর্মচারী। তার এক মাস পর পুনরায় ছাত্রদের তোপের মুখে বরখাস্ত হলেন এই ট্রেন পরিচালক।

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত ট্রেন পরিচালক (গার্ড) জাকারিয়া সোহাগকে ফোন দিলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে আর ফোন ধরেননি।

অভিযুক্ত টিটিই নয়ন ইসলাম বলেন, ‘ঘটনাটি যেভাবে শুনেছেন সেভাবে নয়। বিনা টিকিটের যাত্রীদের রুট অনুযায়ী ২-৩ জনের ভাড়ার টাকা একসঙ্গে করে একটি স্ট্যান্ডিং টিকিট দেওয়া হয়। ফলে টিকিটটি একজনের হাতে থাকে। আর যাদের হাতে থাকে না তাদেরকেই ওই ছাত্ররা নিয়ে এসে আমাদের নানা জিজ্ঞাসাবাদ শুরু করে মোবাইলে ভিডিও করে। একপর্যায়ে তাদের তোপের মুখে পড়ে বাড়তি টাকা আদায় করেছি বলে স্বীকার করতে বাধ্য হয়েছিলাম।’

পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন বলেন, ‌'বিনা টিকিটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা গ্রহণ করার অভিযোগে দু'জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। '

পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফি নূর মুহাম্মদ  বলেন, 'আমি এই মুহুর্তে ঢাকায় অবস্থান করছি। তবে বরখাস্তের বিষয়টি শুনেছি। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।'

বিজ্ঞাপন