শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৬:২১ ২৭ আগস্ট ২০২৪
পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের মাঝে অর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে সরকারি শহীদ বুলবুল কলেজ মাঠে এই অর্থ বিতরণ করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে পাবনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন এই অর্থ বিতরণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, শহীদ সরকারি বুলবুল কলেজের সাবেক জিএস মমতাজ উদ্দিন খান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আহসান হাবিব আকাশ, পৌর ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান হোসেন হৃদয়, জেলা ছাত্রদল সাবেক সহ-সাধারণ সম্পাদক রুমন আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ২৪ জন শিক্ষার্থীর মাঝে এই নগদ অর্থ সহায়তা করা হয়।
বিজ্ঞাপন