বুধবার , ১২ নভেম্বর, ২০২৫ | ২৮ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশিত: ০৬:০৬ ১০ নভেম্বর ২০২৫
নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের চাপাতির কোপে গুরুতর আহত হয়েছেন রূপসী বাংলা টেলিভিশনের নেত্রকোনা জেলা প্রতিনিধি লুৎফুজ্জামান ফকির। সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে সোমেশ^রী নদীর ঘাট এলাকার কাঠের ব্রিজের পাশে এ নৃশংস হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লুৎফুজ্জামান ফকির সোমেশ^রী নদীর ওপর নির্মিত কাঠের সেতুর ছবি তুলছিলেন। এ সময় হঠাৎ করে কয়েকজন দুর্বৃত্ত চাপাতি হাতে এসে তার ওপর এলোপাতাড়ি হামলা চালায়। হামলার সময় তার সঙ্গে থাকা রূপসী বাংলা টেলিভিশনের দুর্গাপুর উপজেলা প্রতিনিধি শাজাহান শেখ বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাকেও আক্রমণের হুমকি দেয়। আশপাশের লোকজন চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকিরকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক ডা. আনিকা জানান, আহত সাংবাদিকের শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশকে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়রা জানান, সম্প্রতি লুৎফুজ্জামান ফকির বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করে আলোচনায় ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি এই হামলার শিকার হতে পারেন।
সাংবাদিক সমাজের দাবি,— হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না হলে দেশে সাংবাদিক নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।
