বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশিত: ০৯:৩১ ২৭ নভেম্বর ২০২৫
নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নে বিএনপি’র ব্যানার ও ফেস্টুন কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে। রাতের আঁধারে হিন্দু অধ্যুষিত মিতনা, বামনহাট, বেনহাটি, দেবীপুর ও মালিহাট এলাকায় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে টাঙানো ব্যানার–ফেস্টুনগুলো কেটে বিকৃত করে ফেলা হয়।
স্থানীয়রা জানান, ব্যানারগুলোতে থাকা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাবের ছবিগুলো ধারালো অস্ত্র দিয়ে কেটে নষ্ট করা হয়েছে।
এলাকাবাসীর দাবি, ৫ আগস্টের পরবর্তী অস্থিতিশীল প্রেক্ষাপটে হিন্দু সম্প্রদায়কে সুরক্ষায় শিহাবুর রহমান শিহাব ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। তাঁর নেতৃত্বে তারা নিরাপদ ছিলেন। তাই রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই দুর্বৃত্তরা ব্যানার–ফেস্টুন নষ্ট করে উস্কানি ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।
তারা আরও বলেন, “ব্যানার কাটায় আমরা ভীত নই। শিহাব ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ধানের শীষের জন্য কাজ করবো।”
জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব জানান, রাতের আঁধারে কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত নন। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে আশা প্রকাশ করেন।
