রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৭:২৭ ১৬ নভেম্বর ২০২৪
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীটি ২০২৫ সালে মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারি (এমওডিসি) সেন্টার অ্যান্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাসে সৈনিক পদে (শুধু মাত্র পুরুষ প্রার্থী) ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। অনলাইনে আবেদন শুরু হবে আগামী ২৫ নভেম্বর। আবেদন করা যাবে ২০ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী
পদের নাম: এমওডিসি সৈনিক
পদসংখ্যা: জেলা ভিত্তিক
শিক্ষাগত যোগ্যতা
১.সাধারণ ট্রেড (GD)। এসএসসি / সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ-২.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
২. করণিক ট্রেড (CLK)। এসএসসি বা সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
৩. আর্মোরার ট্রেড (ARMR)। এসএসসি বা সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে (বিজ্ঞান বিভাগ)।
আবেদনের বয়স
আগ্রহী প্রার্থীর বয়স ১৬ মার্চ ২০২৫ তারিখে ১৭ বছরের কম এবং ২৫ বছরের বেশি হবে না (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
উচ্চতা: ১.৬৮ মিটার বা (৫ ফুট ৬ ইঞ্চি) বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৬৩ মিটার বা (৫ ফুট ৪ ইঞ্চি)।
ওজন: ৪৯.৯০ কেজি বা (১১০ পাউন্ড)।
বুকের মাপ: স্বাভাবিক ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), স্ফীত ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)।
চোখ: ৬/৬ এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হতে হবে (বর্ণান্ধ গ্রহণযোগ্য নয়)।
স্বাস্থ্য পরীক্ষা: স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে
সাঁতার: অত্যাবশ্যক (নূন্যতম ৫০ মিটার)।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত (বিপত্নীক/ বিবাহ বিচ্ছেদকারী/তালাকপ্রাপ্ত নয়)।
বেতন ও ভাতা: প্রশিক্ষণকালীন মাসিক বেতন টাকা ৮,৮০০/- এবং প্রশিক্ষণ শেষে যৌথ বাহিনী নির্দেশাবলী জেএসআই অনুযায়ী বেতন ও ভাতা প্রাপ্য হবে।
বিজ্ঞাপন